সুন্দরবনে দেখা মিললো মাঝি-মাল্লাবিহীন ইলিশবোঝাই ট্রলার

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ১১:৫৫ এএম
সুন্দরবনে দেখা মিললো মাঝি-মাল্লাবিহীন ইলিশবোঝাই ট্রলার

ছবি : সংগৃহীত

বরগুনা : মাঝি-মাল্লাবিহীন ইলিশবোঝাই ট্রলার মিলছে সুন্দরবনের আলোর কোল এলাকায়। এফবি মায়ের দোয়া নামে একটি মাছ ধরার ট্রলারকে ভাসতে দেখা গেছে। 

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেল থেকে ট্রলারটি বঙ্গোপসাগরে ভাসতে দেখে স্থানীয় জেলেরা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে ট্রলারটির কাছে গিয়ে দেখা গেছে, ট্রলারটিতে নেই কোনো জেলে কিংবা মাঝিমাল্লা। তবে ইলিশ ও জালবোঝাই করা রয়েছে। 

আরও পড়ুন : সকালে ওঠে এলাকাবাসী দেখলো গাছে গাছে ঝুলছে হাদিসের বাণী

বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ফাঁকা বাড়ি পেয়ে ৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণ  

তিনি জানান, সম্ভবত গভীর সমুদ্রে মাছ ধরার পর ঘাটে ফেরার পথে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় মাঝি-মাল্লারা অন্য ট্রলারে উঠে নিজেদের জীবন রক্ষা করেছে। ট্রলারের মালিককে খোঁজা হচ্ছে। বিষয়টি পশ্চিম কোস্ট গার্ড স্টেশনকে জানানো হয়েছে।

আরও পড়ুন : রংপুরে টিউবওয়েল দিয়ে বের হচ্ছে ফুটন্ত গরম পানি

পশ্চিম জোনের কোস্ট গার্ড কমান্ডার লেফটেন্যান্ট মেজবাহ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে বিষয়টি জানতে পেরে ট্রলারটি উদ্ধারের জন্য টিম পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!