রাজশাহীতে সন্ধ্যার পর দোকানপাট বন্ধ থাকবে

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০৩:০১ পিএম
রাজশাহীতে সন্ধ্যার পর দোকানপাট বন্ধ থাকবে

ফাইল ছবি

রাজশাহী : করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহীতে সন্ধ্যার পর দোকাপাট ও কমিউনিটি সেন্টার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে মাইকিং করে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) থেকে তা কার্যকর হচ্ছে। 

জেলা প্রশাসক আব্দুল জলিল জানিয়েছেন, এ বিষয়ে আজ (শনিবার) গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গত কয়েকদিন থেকে রাজশাহীতে সংক্রমণের হার ৬০ শতাংশের ওপরে। শুক্রবার (২৮ জানুয়ারি) এই হার ছিল ৬৩ শতাংশের ওপরে। এর আগের দিন বৃহস্পতিবার তা ৭৫ শতাংশে পৌঁছায়। সংক্রমণের হারের কারণে রাজশাহী জেলা দেশের মধ্যে রেড জোনে রয়েছে। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে আনতে জনগণকে অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতে নিরুৎসাহিত করতে জেলার করোনা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, রাজশাহী জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। কারও একার পক্ষে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এই মুহূর্তে জনগণের মধ্যে জনসচেতনা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। আজ (শনিবার) থেকে সন্ধ্যার পর থেকে বিশেষ করে ৮টার পর দোকানপাট, বিপণিবিতান, শপিংমল ও কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে।

তিনি বলেন, শুক্রবার থেকে এ সংক্রান্ত মাইকিং করা হয়েছে। জাতীয় সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে রাজশাহী জেলার করোনা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া বিনোদন কেন্দ্রগুলো ও হাট-বাজার পর্যবেক্ষণে রাখা হবে। অহেতুক কোথাও জনসমাগম বা আড্ডা প্রতিরোধে মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধি করা হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!