দিনাজপুর: অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদি সাজাভোগের পর নিজ দেশে ফিরে গেলেন ভারতীয় পাঁচ নাগরিক। তারা হলেন বর্ধমান জেলার গর্জনাচুটি উপজেলার গর্ধমানমারী গ্রামের নরন হাসদার ছেলে সামিউল হামদা, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি উপজেলার চোরদিঘি গ্রামের একরাম মার্ডিও ছেলে রুবেল মার্ডি, আগের গ্রামের মন্টু মর্মর স্ত্রী শান্তনা মর্মু। তারা তিনজন নওগা সীমান্ত দিয়ে ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে অবৈধ ভাবে প্রবেশ করলে ২৩ ব্যাটালিয়ন তাদের আটক করে এবং তারা ২ বছর কারাভোগ শেষে আজ বুধবার (২০ এপ্রিল) দু দেশের আইন প্রক্রিয়া অনুযায়ী নিজ দেশে ফিরে যায়। ভারতের দিনাজপুর জেলার হিলি উপজেলার উস্টেট অঅপতুর গ্রামের হোপনার ছেলে লিপলাল হেমরোম ও আসাম জেলার ডুবরি উপজেলার কালাইর আলগা গ্রামের শহিদুর রহমানের ছেলে নুর আমিন শেখ। তারা দুইজন ৬ বছর কারাভোগ শেষে নিজ দেশে ফিরলেন।
বুধবার (২০ এপ্রিল) বেলা ১২ টার দিকে দিনাজপুরের হিলি চেকপোষ্ট দিয়ে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। এ সময় দুই দেশের ইমিগ্রেশন পুলিশসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম জানান, ভারত ফেরত আসামীরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে আইন শৃংখল বাহিনী তাদের আটক করেন। এবং দেশের আইন প্রক্রিয়া অনুয়ায়ী তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। সাজাভোগ শেষে তাদেও আজ দুদেশের আইন প্রক্রিয়া শেষে তাদেরকে নিজ দেশে ফেরত দেৎওয়া হয়েছে। বিভিন্ন চরণ সিং ২০১৭ সালে হিলি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হয়। তারপর থেকে সে দিনাজপুর কারাগারে আটক ছিলো। দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে তাকের ফেরত পাঠানো হলো।
সোনালীনিউজ/এসআই/এসআই
আপনার মতামত লিখুন :