সিলেট: সিলেট নগরীর মিরাবাজারে একটি সিএনজি পাম্পে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৫ সেপ্টম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাদাপীর মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে হঠাৎ করে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এর পরপরই পাম্পে আগুন লেগে যায়।
তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর কাজে নেমে পড়েন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এ ঘটনায় অগ্নিদগ্ধ অন্তত ৮ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাদের ৫ জনই বিরতি ফিলিং স্টেশনের কর্মচারী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ। তিনি জানান, কয়েকজনকে উদ্ধার করে এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
আইএ
আপনার মতামত লিখুন :