আমতলীতে বৃষ্টিতে স্বস্তি আমন চাষিদের, ব্যস্ত কৃষকরা 

  • আমতলী (বরগুনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১১:৩০ এএম
আমতলীতে বৃষ্টিতে স্বস্তি আমন চাষিদের, ব্যস্ত কৃষকরা 

বরগুনা: আমন ধান রোপণের জন্য ৪০০ মিলিমিটার বৃষ্টির প্রয়োজন হয়। বৃষ্টি হওয়ায় কৃষকদের মাঝে অনেকটা স্বস্তি। বৃষ্টির পানিতে জমি তৈরি করে আমন ধানের চারা রোপণে তারা এখন ব্যস্ত কৃষকরা।

বরগুনা জেলার আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও ৭ টি ইউনিয়নে এ বছর প্রায় ২৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে বিজতলা করা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন।

হলদিয়া ইউনিয়নের কৃষক আফজাল মোল্লা জানান, গত বছরের তুলনায় এবার চাষাবাদ ভালো হয়েছে, ফলে ধানের ফলন অনেক ভালো হবে বলে আশা করছি।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ঈসা, জানান, চলতি অর্থ বছরে সরকারের প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার উপজেলার ১ হাজার ৭০০ জন কৃষক-কৃষাণীর মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান।

সোনালীনিউজ/এসআই

Link copied!