ফরিদপুরে অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ে বন্ধ করলো ইউএনও

  • ফরিদপুর প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১০:৩৫ পিএম
ফরিদপুরে অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ে বন্ধ করলো ইউএনও

ফরিদপুর: ফরিদপুরের সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মামুদপুর এলাকার বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন ইউএনও লিটন ঢালী।

এ ব্যাপারে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আতিয়ার শেখ জানান, খবর পেয়ে প্রশাসন কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করে দেন। এ সময় মেয়ের বাবা শহিদুল মুচলেকা দিয়ে রক্ষা পান।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী বলেন, জরুরি সেবা নম্বর ৩৩৩ হতে তথ্য পেয়ে পৌরসভার মামুদপুর এলাকায় গিয়ে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ সময় কনের বাবার কাছ থেকে বয়স ১৮ বছর পূর্ণ হবার আগে মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

এআর

Link copied!