জাল কাগজ পত্র দিয়ে ভিসা নেয়ার চেষ্টা, আটক ২

  • রংপুর ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ১০:৫৮ এএম
জাল কাগজ পত্র দিয়ে ভিসা নেয়ার চেষ্টা, আটক ২

ফাইল ছবি

রংপুর : রংপুরে ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টারে জাল কাগজপত্র দিয়ে ভিসা নেয়ার চেষ্টা কালে ২জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে রংপুরের মাহিগঞ্জে ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টারে জাল কাগজপত্র দিয়ে ভিসা নেয়ার চেষ্টাকালে তাদের আটক করে পুলিশ।

আটকৃতরা হলেন- মাহিগঞ্জের মাইশা ট্যুর এন্ড ট্যাভেলসের মালিক মুকুল মিয়া ও এসআর ভিসা প্রসেসিং সেন্টারের রাকিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা বাংলাদেশি চিকিসকের প্রেসক্রিপশন, ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট, ভারতীয় চিকিৎসকের সাক্ষাতের কাগজ, বিমানের জাল টিকিট দিয়ে প্রতারণা করে আসছিল। এই চক্র দূর-দুরান্তর থেকে আসা লোকজনকে ভুয়া কাগজ পত্র দিয়ে ভিসার জন্য আবেদন জমা করতো। এধরনের বেশ কয়েকটি অভিযোগ পড়ে মাহিগঞ্জ থানায়।

আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আমরা দুই ব্যক্তিকে জাল কাগজপত্রসহ গ্রেফতার করেছি। প্রতারিত আবু তালেব বাদি হয়ে মামলা করছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

সোনালীনিউজ/একেএম/এসআই

Link copied!