ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩, ০৪:২৫ পিএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকল প্রকার যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে। 

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৭টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সবধরনের যাত্রীবাহী বাস বন্ধ রয়েছে।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডের ম্যানেজার খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মালিক সমিতির নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও রাস্তায় বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাস চলাচল বন্ধ করা হয়েছে।

খোরশেদ আলম আরও বলেন, আগামীকাল (শনিবার) বাস চলাচল বন্ধ থাকতে পারে বলেও জানান তিনি। এ বিষয়ে জানতে পরিবহন মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমানের নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

এমটিআই

Link copied!