মানিকগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় ফ্লোরে গড়াগড়ি করে কান্নাকাটি করেছেন মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারী।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জের তিনটি আসনের বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আক্তার।
ওই তালিকায় নিজের নাম না থাকায় আব্দুল আলী ব্যাপারী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফ্লোরে গড়াগড়ি করে কাঁদতে থাকেন। এ সময় তাকে নিরাপত্তাকর্মীরা উঠিয়ে বাইরে নিতে চাইলে তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন। তার এই কান্নাকাটি দেখে এগিয়ে আসেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীসহ অন্যরা। তারা আব্দুল আলীকে সান্ত্বনা দেন।
জেলার তিনটি আসনে জমা হওয়া ৩৩টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ১২টি বাতিল হয়েছে। বৈধ হয়েছে বাকি ২১টি মনোনয়নপত্র। মানিকগঞ্জ-১ আসনে ১০টি মনোনয়নপত্রের মধ্যে ছয়টি বাতিল হয়েছে এবং বৈধ হয়েছে চারটি। মানিকগঞ্জ-২ আসনে ১৪টি মনোনয়নপত্রের মধ্যে চারটি বাতিল হয়েছে এবং ১০টি বৈধ হয়েছে। মানিকগঞ্জ-৩ আসনে নয়টি মনোনয়নপত্রের মধ্যে দুইটি বাতিল হয়েছে, বৈধ হয়েছে সাতটি।
মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারী বলেন, আমি (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার কাছে বলতে চাই, আমি যেন আমার ভোটটা দিয়ে মরতে পারি। আমার বিশ্বাস ছিল জনগণ ভোট দেবে, সংসদ ভবনে পাঠাবে। কিন্তু চক্রান্ত করে আমার মনোনয়ন বাতিল করা হলো।
মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, মানিকগঞ্জের তিনটি আসনের মনোনয়নপত্র ছিলো ৩৩টি। যাচাই-বাছাইয়ে ১২টি বাতিল হয়েছে এবং যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে আপিলের সুযোগ পাবেন। আপিল যৌক্তিক হলে এর সমাধান পাবেন প্রার্থী।
ওয়াইএ
আপনার মতামত লিখুন :