কুমিল্লায় একযোগে চার স্থানে ককটেল বিস্ফোরণ, নগরজুড়ে আতঙ্ক

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ১১:১৬ এএম
কুমিল্লায় একযোগে চার স্থানে ককটেল বিস্ফোরণ, নগরজুড়ে আতঙ্ক

কুমিল্লা : ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে ভোটবিরোধীরা এমন কাজের সঙ্গে জড়িত রয়েছেন। কুমিল্লা নগরীতে একই সময়ে চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে নগরীর টমছমব্রিজ, গোয়ালপট্টি, ফৌজদারি মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

একই সময়ে রাণীর বাজার-বিসিক রোডে ককটেল বিস্ফোরণের সময় জনতা ধাওয়া করলে মোটরসাইকেল রেখে পালিয়ে যান এক যুবক। এতে নগরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে নগরীর টমছমব্রিজ এলাকার একটি ক্লিনিকের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সময়ে গোয়ালপট্টি, ফৌজদারি মোড়েও একাধিক ককটেল বিস্ফোরিত হয়। এছাড়াও রাণীর বাজার-বিসিক রোডে ককটেল বিস্ফোরণ ঘটানোর চেষ্টার সময় জনতা ধাওয়া করে। এ সময় মোটরসাইকেল ও ককটেল ফেলে পালিয়ে যান এক যুবক।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি ও পুলিশ সদস্যরা। পরে তারা আশপাশের সিসিটিভ ফুটেজ সংগ্রহ করেন এবং ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেন।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে ভোটবিরোধীরা এমন কাজের সঙ্গে জড়িত রয়েছেন।

এমটিআই

Link copied!