২০০ বই নিয়ে শ্বশুর বাড়ি গেলেন নববধূ

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৩:৫২ পিএম
২০০ বই নিয়ে শ্বশুর বাড়ি গেলেন নববধূ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে প্রায় দুই শত বই নিয়ে শ্বশুর বাড়ি গেছেন এক নববধূ। গত সোমবার বিকেলে মেহেরুন নেছা মুমু নামের ওই নববধূ বাবার বাড়ি থেকে বই নিয়ে উপজেলার চর ফলকন গ্রামে শ্বশুর বাড়িতে যান।

মুমু উপজেলার চর ফলকন গ্রামের ডা. ওবায়দুল হক চেয়ারম্যান বাড়ির মহিউদ্দিনের মেয়ে। একই গ্রামের রমজান আলী মৌলভী বাড়ির মাকছুদুর রহমানের ছেলে এমরান হোসেন নিখিলের সঙ্গে তার বিয়ে হয়। তিনি ঢাকার ইডেন কলেজের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী।

গত শনিবার মুমুর বউভাতের আয়োজন হয়। বউভাত অনুষ্ঠানের পর সোমবার শ্বশুর বাড়িতে বই নিয়ে আসেন এই নববধূ। 

স্ত্রীর নিয়ে আসা বই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন এমরান হোসেন নিখিল। 

নববধূ মেহেরুন নেছা মুমু বলেন, ‘বই পড়া আমার শখ। বই উপহার পেতে আমার খুব ভালো লাগে। অনেক দিন থেকে জমানো বইগুলো বাবার বাড়িতে রেখে আসতে মন চাইছিল না। তাই সঙ্গে করে নিয়ে এসেছি।’

এমএস

Link copied!