গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক জনের মৃত্যু

  • গাজীপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ১২:৩৩ পিএম
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক জনের মৃত্যু

ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে টপস্টার এলাকায় সিলিন্ডার গ্যাসের বোতল বিস্ফোরণে ভয়াবহ দগ্ধ হয়ে বার্ণ ইনিস্টিউটে ভর্তি মুনসুর আকন্দ (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।

শনিবার (১৬ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের পোষ্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়। গণমাধ্যম এ তথ্য জানিয়েছেন বার্ণ ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা: পার্থ শঙ্কর পাল। তিনি আরও বলেন, এখানে আসা প্রায় রোগীর শরীর আগুনে ৯০ শতাংশই পুড়ে গেছে। এদের মধ্যে নিহত মুনসুর এর শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। আমরা যথাযথ মাধ্যমে চিকিৎসা প্রদান করে আসছিলাম। এর মধ্যে আজ শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

এ দিকে জানাগেছে, নিহত মনসুরের বাড়ি রাজশাহী জেলায়। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। কালিয়াকৈরের টপস্টার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। 

উল্লেখ্য, শুক্রবার (১৫ মার্চ) সকাল দশ টায় মো: সোলেমান মোল্লা (৪৫) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় মনসুর নামে এক রোগী সকাল সাড়ে ৮ টার দিকে মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা ২ জন হলো। এ ছাড়া আগুনে দগ্ধ আরও ২৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এসআই

Link copied!