ভাঙ্গুড়ায় বেড়েছে দর্জিবাড়ির ব্যস্ততা: মজুরিও চড়া

  • ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ০৪:০৮ পিএম
ভাঙ্গুড়ায় বেড়েছে দর্জিবাড়ির ব্যস্ততা: মজুরিও চড়া

পাবনা: রমজানের শুরু থেকেই পাবনার ভাঙ্গুড়ায় ব্যস্ততা বেড়েছে দর্জি দোকানে। গজ কাপড় কিংবা আনস্টিচ পোশাক কিনে সবাই ছুটছেন কারিগরের কাছে।

সরেজমিন মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলার দোকানগুলোতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় কারিগরদের। দর্জির দোকানগুলোতে রাতদিন চলছে সেলাই মেশিনের চাকা।

পবিত্র ঈদুল ফিতরে নিজস্ব ডিজাইন ও পছন্দের কাপড়ে তৈরি পোশাক পড়তে পছন্দ করেন অনেকে। তাই ক্রেতাদের ভিড় বাড়ছে দর্জির দোকানে। রমজান মাস শুরু হতেই ক্রেতারা প্রস্তুতি নেয় ঈদ উদযাপনের। তাই ক্রেতারা ভিড় করে পোশাক তৈরির দোকানগুলোতে।

দর্জি দোকানে অর্ডার দিতে আসা ক্রেতাদের ‍অভিযোগ, ঈদ এলেই টেইলার্সের মজুরি কয়েকগুণ বেড়ে যায়। ‘অর্ডার নেবে না, নেবে না’ বলে বেশি মজুরির আশায় পরে ঠিকই অর্ডার নেয় তারা।

বাড়তি মজুরির বিষয়ে উপজেলার ডিজিটাল টেইলার্সের কারিগর আল্লেক আলী সোনালী নিউজকে বলেন, ঈদে সরকারি-বেসরকারি সব চাকুরিজীবী বেনাস ও বাড়তি ভাতা পান। ঈদ উপলক্ষে কারিগররা রাতদিন পরিশ্রম করে। আমাদেরও ঈদে কর্মীদের বেতন বোনাস দিতে হয়। এজন্য সেলাইয়ের মজুরি একটু বেশি ধরা হয়।

এআর

Link copied!