থানচিতে কুকি-চিন সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪, ০৯:২২ পিএম
থানচিতে কুকি-চিন সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি

বান্দরবান: বান্দরবানের থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর কয়েক দফা গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল থেকে মুন্নমপাড়া, আত্তাপাড়া সীমান্তবর্তী এলাকায় কেএনএফের সঙ্গে যৌথবাহিনীর কয়েক দফা গোলাগুলি হয়। 

রাত সাড়ে ৮টার পর থানচিতে পুলিশের সঙ্গে গোলাগুলির তথ্য মিলেছে।

থানচি বাজার কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এখনো গোলাগুলি চলছে বলে জানিয়েছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) রায়হান কাজেমী।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, রাত সাড়ে আটটা থেকে থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কেএনএফের সঙ্গে পুলিশ ও বিজিবির তুমুল সংঘর্ষ চলছে।

এদিকে বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতির সময় অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার পর জানা গেছে, রুমা বাজার থেকে ব্যাংক ম্যানেজারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সাথে মধ্যস্থতার মাধ্যমে ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা হয়েছে।

আইএ

Link copied!