জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ০৯:৪৫ পিএম
জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছেন। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত খাইরুল ইসলাম চরগড়গড়ী আলহাজ্ব মোড় পশ্চিমপাড়ার মৃত নসিম প্রামাণিকের ছেলে।

আহতদের মধ্যে সাজু হুদী (৫০), জামাত ফকির (৫০), নাসিরউদ্দিন (৩০), জিল্লুর, ওলিউর রহমান (৩৫), মজিদ (৩৮), ইছাই প্রামানিক (৩৬), মো. মিঠুন (৩৫), মোসলেম উদ্দিন (৬০), মানু প্রামানিক (৫৫), মো. খোকন প্রামাণিক (৩৫) ও নুর বেগমের (৫০) নাম জানা গেছে।

পুলিশ জানায়, জমি নিয়ে মোড় চরগড়গড়িত এলাকার হোসেন আলীর সঙ্গে খায়রুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে আজ বিকেলে খায়রুলের এক সমর্থককে আলহাজ্ব মোড়ে মারধর করেন হোসেন আলীর সমর্থকেরা। খবর পেয়ে খায়রুলের সমর্থকেরা প্রতিবাদ জানাতে ছুটে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষ ঢাল–সড়কি, লাঠিসোঁটা, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন যুবলীগ নেতা খায়রুল ইসলাম। গুরুতর অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন মারা খেছেন। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব।’

এমএস

Link copied!