সোনারগাঁয়ে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • নজরুল ইসলাম শুভ, স্টাফ রিপোর্টার | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ১২:৫২ পিএম
সোনারগাঁয়ে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

ফাইল ছবি

সোনারগাঁও: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ মে। এই ধাপে সোনারগাঁও উপজেলায়ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের এই উপজেলায় ভোটে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩জন প্রার্থী।

রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলা থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন, তারা হলেন- বাবুল হোসেন, মাহফুজুর রহমান কালাম, মো. আলী হায়দার। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬জন, তারা হলেন- মোহাম্মদ মাহবুব আলম, মাছুম চৌধুরী, মো. জহিরুল ইসলাম খোকন, এম জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া, আবুল ফয়েজ শিপন, মো. আজিজুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন, তারা হলেন- মাহমুদা আক্তার, ফরিদা পারভীন, কোহিনুর ইসলাম, এড. নুরজাহান।

জানা গেছে, ‘নির্বাচন কমিশন এ বছর উপজেলা নির্বাচনে প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে।’

দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২১ এপ্রিল শেষ সময়, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ প্রতীক বরাদ্দ ২ মে। আর ভোটগ্রহণ হবে ২১ মে।

এনআই/এসআই

Link copied!