ঢাকা: বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়ছে ১০ মণ ওজনের তলোয়ার মাছ। ওই মাছটিকে টেকনাফের স্থানীয় ভাষায় তলোয়ার মাছ বললেও মাছটির আসল নাম পাখি মাছ।
বুধবার (২৪ এপ্রিল) সকালে মাছটি টেকনাফ বাহারছড়া শামলাপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হয়। সেখানে শত শত জনতা ভিড় করেন। মাছটি ৮০ হাজার টাকায় বিক্রি হয়। পরে তা আড়তদাররা কেটে চট্টগ্রামের মাছের আড়তে নিয়ে যান বলে নিশ্চিত করেছেন শামলাপুর বোট মালিক সমিতির সভাপতি বেলাল উদ্দীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামলাপুর এলাকার জেলে আবু তৈয়বের বোট রাতে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গেলে ওই বিশাল মাছটি ধরা পড়ে।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বিগত দিনে জেলেরা সমুদ্রে দেওয়া সরকারি বিধিনিষেধ মেনে চলায় বিভিন্ন প্রজাতির মাছ সাগরে বড় হয়েছে তাই জেলেরা এখন তার সুফল পাচ্ছে।
আইএ
আপনার মতামত লিখুন :