ঢাকা: গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে বৃষ্টির দেখা নেই। দেশের প্রায় সব জায়গায় হচ্ছে সালাতুল ইস্তিস্কার নামাজ। সারাদেশের মানুষ যখন বৃষ্টির অপেক্ষায় তখন উত্তরপূর্বাঞ্চলের সিলেট দ্বিতীয় দিনের মত ভিজলো স্বস্তির বৃষ্টিতে। ফলে স্বস্তি ফিরেছে সিলেটবাসীর মাঝে।
শনিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেট নগরীতে বৃষ্টি হয়। এর আগে শুক্রবার রাতে ভারি বৃষ্টিপাত হয়।
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের তথ্যমতে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার ৬টা পর্যন্ত সিলেট নগরীতে ৮৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেট অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এআর
আপনার মতামত লিখুন :