ফরিদপুরে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতের নিহত ১ আহত ১২

  • ফরিদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০২৪, ১১:১২ এএম
ফরিদপুরে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতের নিহত ১ আহত ১২

ছবি : প্রতিনিধি

ফরিদপুর: তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত অবস্থার মধ্যে ফরিদপুরে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যায়। তার সাথে মাঝে মাঝে বজ্রপাতের ঘটনাও ঘটে।  এতে জেলায় বজ্রপাতে ১ জন নিহত হন এবং ১২ জন আহত হয়েছেন।

সোমবার (৬ মে) বেলা ২টার পর থেকে ফরিদপুরের বিভিন্ন জায়গায় বাতাস বইতে থাকে।

ফলে তাপমাত্রা কিছুটা ঠাণ্ড হয়। প্রায় ঘণ্টাব্যাপী ঝড়ো বাতাস বয়ে যাওয়ার পরপরই বিকেল ২টা ৫৫মিনিটে শুরু হয় স্বস্তির বৃষ্টি। ফরিদপুর জেলা শহর ছাড়াও, রাজবাড়ী রাস্তার মোড়, বায়তুল আমান, টেপাখোলা, সদরের কানাইপুর, ভাঙ্গা বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা, সালথাসহ বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার খবর পাওয়া যায়।

তবে ফরিদপুরে বজ্রপাতে মধুখালীতে বজ্রপাতে মুরাদ মল্লিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেক কৃষক। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের মীরেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এছাড়াও নগরকান্দার মদিনাতুল উলুম মাদরাসায় নুরানি বিভাগের ৩য় শ্রেণির ১১ জন ছাত্র আহত হয়েছেন।

আবহাওয়া অফিস জানিয়েছিল সোমবার থেকে দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টি বাড়তে পারে। এতে তাপপ্রবাহের তীব্রতা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এস/এসআই

Link copied!