যশোরে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

  • যশোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১২, ২০২৪, ১১:৩৬ এএম
যশোরে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

যশোর: যশোরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে নুর হোসেন (২৩) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। শনিবার (১১ মে) রাতে প্রতিপক্ষের দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে। শহরের শংকরপুর বারেক সড়কে এ ঘটনা ঘটে। নিহত নুর শংকরপুরের নজরুল ইসলামের ছেলে ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র। 

স্বজনরা জানিয়েছেন, শুক্রবার শংকরপুরে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার রাত ৯ টার দিকে শংকরপুর বারেক সড়কে নুর হোসেনকে একা পেয়ে ৫/ ৬ জন দুর্বৃত্ত হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সার্জারি বিভাগের ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য নুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে নুর খুন হয়েছে। হত্যার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে। 

এসআই

Link copied!