গাড়িতে পিস্তল রাখার দায়ে ড্রাইভার গ্রেপ্তার, চেয়ারম্যান প্রার্থীর মুচলেকায় মুক্তি

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২৪, ১০:৫৬ এএম
গাড়িতে পিস্তল রাখার দায়ে ড্রাইভার গ্রেপ্তার, চেয়ারম্যান প্রার্থীর মুচলেকায় মুক্তি

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনার বেতাগীতে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন ওরফে লিটু সিকদারের ব্যবহৃত গাড়ির মধ্যে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল জব্দ করেছে থানা পুলিশ। সন্দেহতীত আসামি করে প্রার্থীকে গভীর রাতে ছাড় দেয়া হলেও গাড়িতে অস্ত্র রাখার দায়ে ড্রাইভার গ্রেপ্তার।

সোমবার (১৩ মে) রাত সাড়ে ৮টায় উপজেলার বেইলী ব্রিজ সংলগ্ন এলাকা গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানা পুলিশের চেক পোস্ট বসিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হাসানের গাড়িটি তল্লাশিকালে ড্রাইভারের পাশে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। এসময়ে বেতাগী থানা পুলিশ জব্দকরা পিস্তল ব্যবহৃত প্রাইভেট কার ঢাকা মেট্রো গ ১৯-২৬৫০ জব্দ করে থানা নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন বেতাগী উপজেলা পরিষদ নিবার্চনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু সিকদার ও তার ড্রাইভার প্রাইভেট কার যোগে বেতাগী পৌরশহর থেকে মোকামিয়া ইউনিয়নের উদ্দেশ্যে যাবার পথে উপজেলার বেইলী ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বেতাগী থানার একটি টিম গাড়িটি থামিয়ে তল্লাশি করে। এসময়ে গাড়ির মধ্যে বসে থাকা চেয়ারম্যান প্রার্থীর সিটের পাশ থেকে পিস্তল পাওয়া গেলে পুলিশ জব্দ করে। প্রার্থী আটক ও পিস্তল জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে বেতাগী উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক আহমেদ, সহকারী রিটানিং কর্মকর্তা  স্বপন সিকদার ঘটনা স্হলে উপস্থিত হলে পরে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।

এব্যাপারে বেতাগী থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন,‘ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হাসান তার গাড়ি তল্লাশি করে একটি পিস্তল জব্দ করা হয়। প্রার্থী ও তার ড্রাইভারকে জিজ্ঞাসাবাদকালে পিস্তলের কোন লাইসেন্স দেখাতে পারেনি। এঘটনায় পিস্তল রাখার দায়ে ড্রাইভার সজীবকে আসামি করে একটি মামলা রুজুর প্রস্তুতি চলছে। এছাড়া চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হাসানকে সন্দেহাতীত আসামি দেখিয়ে মুচলেকায় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ছাড় দেয়া হয়েছে। 

এম/এসআই

Link copied!