কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম সারওয়ার নির্বাচনী পথ সভায় বলেছেন, সাবধান, আমাদের কিন্তু এখনো রক্তমাংস আছে। খালি আপনারাই আমাদের কিছু করবেন আর আমরা কিছু করতে পারব না, এটা ভুল। আর যারা তাদের সহযোগিতা করে আগে তাদের পিডাইয়া লম্বা করেন। একদম সোজা করে পিডান। এটা আমাদের বহু ওপরের নির্দেশ, এটা অনেক ওপরে আলোচনা হইছে।
মঙ্গলবার (১৪ মে) রাত ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিজের কাপ-পিরিচের প্রতীকের পথসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। বুধবার (১৫ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
গোলাম সারওয়ার তিনবারের উপজেলা চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদে রয়েছেন। এছাড়া কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই তিনি।
ওই ভিডিওতে দেখা যায়, ওই পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা যার যা আছে তা নিয়ে প্রস্তুত হন। সাড়ে তিন হাইত্যা লাডি, আড়াই হাইত্যা লাডির চেয়ে বড় কোনো অস্ত্র অইতে পারে না। এডা আরম্ভ করেন, দেখবেন সব দালালের দালালি বন্ধ হয়ে যাবে। সব সোজা হয়ে যাবে। এই হুমকি দেয়ার জন্য তারা কি মেশিনগান নিয়ে আসবে? আর পুলিশ প্রশাসন, বিডিআর, র্যাব বসে বসে আঙ্গুল চুষবে নাকি? হেই দিন গেছে গা। সুতরাং যারাই স্বপ্নডা দেখেন তাদেরকে অনুরোধ করব, স্বপ্ন দেখা বন্ধ করেন, এগুলা কইরেন না। মানুষের যেন রক্তক্ষরণ না হয়।’
গোলাম সারওয়ার আরও বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর পিছনে ফেরার কোনো উপায় নেই আমাদের। তার (হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বাবলু) সঙ্গে কিছু দালাল ঢুকে গেছে। দালালদেরকে কান্দিরপাড় পার করেন। আমাদেরকে বাঁচতে হবে। পুঁটিমাছ মরতে গেলেও দশ লাইল (আইল) ঘুরে মরে। আমরা কি পুঁটিমাছের চেয়ে খারাপ হয়ে গেছি? আমাদেরকে এভাবে হুমকি দেবে ধমকি দেবে, আমরা কি বসে বসে আঙুল চুষব নাকি? আপনাদের গায়ে রক্তমাংস নাই? তাহলে আপনারা এখনো জেগে উঠছেন না কেন? বলতে হবে কেন? আপনার অধিকার আপনাকেই রক্ষা করতে হবে।’
গোলাম সারওয়ার বলেন, ‘১৫ বছর আমি আপনাদের জন্য কাজ করছি। আমি নীরবে কাজ করছি। আমি কোনো হুমকি-ধমকি করি না যে আমি এই করেছি সেই করেছি। সারা এলাকায় যত ব্রিক সোলিং, যত কালভার্ট, যত ব্রিজ, পুল-ওয়াল সব আমার করা। আমি জানি যদি ফিরিস্তি দিতে হয় এক এক ইউনিয়নে হাজার হাজার পৃষ্ঠা হবে। যা কাজ করছি বলতে চাই না। সুতরাং চিন্তা করেন ১৫ বছর আগে এই এলাকা কেমন ছিল, এখন কেমন আছে চিন্তা করুন। আর তারা বলে যে আমরা কী করছি। আরে আমার প্রশ্ন কী করি নাই? তারা কী করছে সেটা আমার প্রশ্ন।’
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচনের আয়োজন করা হয়েছে। আশা করছি প্রার্থীরা এমন কোনো বক্তব্য দেবেন না, যাতে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট হয়। আমরা সুষ্ঠু নির্বাচন করতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছি।
প্রসঙ্গত, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনজন। বাকি দুজনের একজন হলেন হেলিকপ্টার প্রতীকের আবদুল হাই বাবলু। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের টানা তিনবারের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বাবলু কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী। অপরজন হলেন ব্যবসায়ী ও আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন।
এমএস
আপনার মতামত লিখুন :