পঞ্চগড়ে ৯০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড

  • পঞ্চগড় প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৩:৩৭ পিএম
পঞ্চগড়ে ৯০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড

পঞ্চগড়: জ্যেষ্ঠের শুরু হওয়া দাবদাহের অস্থিরতা কেটেছে স্বস্তির বৃষ্টিতে। বৃষ্টি হওয়ায় জনজীবন ও প্রকৃতিতে ফিরেছে প্রাণ। কমেছে উত্তপ্ত ও ভ্যাপসা গরমের মাত্রা। আবহাওয়া শীতল হয়ে উঠায় স্বস্তিতে উত্তরের জনজীবন। 

রোববার (১৯ মে) সকালে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়ার আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হওয়ার তথ্যটি জানান। আবহাওয়া পর্যাবেক্ষণাগার থেকে জানা যায়, টানা দাবদাহে পঞ্চগড়ে তাপপ্রবাহ রেকর্ড হচ্ছে ৩২-৩৮ ডিগ্রি সেলসিয়াস। 

চলতি সপ্তাহের গত তিনদিনে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপপ্রবাহ রেকর্ড হয়। তাপদাহে মাটি শুকিয়ে ব্যাহত হয়েছে সমতলের চা বাগান, বাদাম, টমেটো, মরিচ চাষ। বৃষ্টি হওয়ায় প্রকৃতি প্রাণ ফিরে পাওয়ায় কৃষকদের মনে স্বস্তি ফিরেছে। স্বস্তি ফিরেছে জনজীবন ও প্রাণিকূলেও।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। বৃষ্টির সঙ্গে বিভিন্ন স্থানে বজ্রপাতের পাশাপাশি বাতাসের বেগ বেশি ছিল। তাছাড়া এ এলাকায় টানা তাপদাহ গেলেও গত দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। 

এমএস

Link copied!