ছাদে ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ০৪:৪৮ পিএম
ছাদে ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে ছাদে আটকে পড়া ক্রিকেট খেলার বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সালাউদ্দিন তাসিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সমিতিরহাটের রাজা মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা বলেন, ক্রিকেট খেলার বল আনতে গিয়ে ছাদের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সালাউদ্দিন নামের এক স্কুলছাত্র মারা গেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আইএ  

Link copied!