কক্সবাজার: কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে বাইক দুর্ঘটনায় তাওহীদ বাবু (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
নিহত তাওহীদ বাবু কক্সবাজার সদরের খুরুশকুল লুৎফর রহমানের ছেলে। তিনি রামু সরকারী কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে রামু জোয়ারিয়ানালা চা বাগান সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
এই বিষয়ে তাওহীদ বাবুর বন্ধুরা জানান সামনে টেস্ট পরিক্ষার জন্য এডমিট কার্ড নিতে বাইকে করে কলেজে গিয়েছিলেন তিনি। পরে সেখান থেকে দুপুরের খাবার খেতে যাবার সময় বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত হয় তাওহীদ। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত তাওহীদ বাবু পড়াশোনার পাশাপাশির ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার এমন অকাল নির্মম মৃত্যুতে শোকে ভেঙে পড়েন তার পরিবার,বন্ধু-বান্ধবরা। সদর হাসপাতালে কান্নার আহাজারিতে ভারি হয়ে উঠে পুরো মর্গ প্রাঙ্গণ।
এই বিষয়ে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সিএনজি গাড়িটা জব্দ করে। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান।
এসআই
আপনার মতামত লিখুন :