ডিএনসি’র অভিযানে ৪ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক 

  • কক্সবাজার প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৭, ২০২৪, ০৯:২৩ পিএম
ডিএনসি’র অভিযানে ৪ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক 

কক্সবাজার: কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার। 

বুধবার (২৬ জুন) দুপুর ২টায় শহরের রুমালিয়ার ছড়ার চৌধুরী পাড়ায় অভিযান পরিচালনা করে স্থানীয় আলমগীর চৌধুরী (৪৫) ও হাবিবউল্লাহকে (৪৫) আটক করে ডিএনসি।

আটক মো. আলমগীর চৌধুরী পৌরসভার ৫ নং ওয়ার্ডের মফিদুল আলমের এবং হাবিবউল্লাহ চৌফলদন্ডীর ঘোনার পাড়ার আব্দুল হাকিমের ছেলে।

ডিএনসি সূত্রে জানা যায়, আলমগীর ও অপর মাদক কারবারি দীর্ঘদিন ধরে কৌশলে ইয়াবার চালান সংগ্রহ করে মাদকের কারবার চালিয়ে যেতো।

ডিএনসি জানায়, ইয়াবার চালান নিয়ে আলমগীরের বাসায় অবস্থান করছে আলমগীর ও হাবিবউল্লাহ এমন তথ্য পেয়ে অভিযান শুরু করে দুই জনের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।

জানা যায়, আলমগীরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হুন্ডি ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল।

আটক দুই মাদক কারবারিকে আসামি করে সংশ্লিষ্ট থানায় এজহার দায়ের করেছে। মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে ডিএনসি।

আইএ

Link copied!