রাজাপুরে জেলের হাতে ধরা পড়ল বিশাল আকৃতির রাসেলস ভাইপার 

  • ভোলা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ১০:০৩ পিএম
রাজাপুরে জেলের হাতে ধরা পড়ল বিশাল আকৃতির রাসেলস ভাইপার 

ভোলা: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীর অদুরে লোকালয়ের পাতাবনে জেলেরা হোগল তুলতে গেলে ধরা পড়ে বিশাল আকৃতির বিষধর রাসেলস ভাইপার।

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ৩টার দিকে স্থানীয় আলমগীর মোল্লার ছেলে সোহাগ মোল্লা পাতাবনে হোগল তুলতে গেলে সাপের ফোঁসফোঁস শব্দে আঁতকে উঠে। পরে সহযোগীদের সাপের শব্দের কথা বললে চারপাশ তাকিয়ে দেখে পাতার সাথে পেঁচিয়ে আছে সাপ। 

পরে স্থানীয়দের সহায়তা নিতে চিৎকার করলে সাপটি মারতে লোকজন জড়ো হতে থাকে, এসময় সাপটি পাশের খালে নেমে গেলে জেলেরা চার পাঁচটি নৌকা মিলে পানিতে পিটিয়ে মারেন সাপটি। পরে মৃত রাসেলস ভাইপার সাপ নিয়ে জেলেরা চলে আসেন উত্তর ভোলার সর্ববৃহত গ্রাম্যবাজার জনতা বাজারে। 

এখানে সাপটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়রা বলেন এতদিন শুধু সংবাদ মাধ্যমেই দেখেছি বিষাক্ত সাপ রাসেলস ভাইপার আজ সরাসরি দেখলাম।  

সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি মুহূর্তে  ছড়িয়ে পড়ায় উৎসুক জনতা ভিড় করে জনতা বাজার ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। 

জেলে সোহাগ মোল্লা জানান, আমরা চার পাঁচজন মিলে সাদেক খাঁনের বাড়ির পাসের পাতাবনে হোগল তুলতে গেলে প্রথমে আমি সাপের ফোঁসফোঁস শব্দে আঁতকে উঠি, পরে দৌড়ে চিৎকার করলে আমার সাথিরাসহ পাতায় পেঁচানো সাপটি দেখতে পাই। 

আমাদের ডাকাডাকিতে কাদের ফকিরসহ লেকজন আসলে আমরা সাপটি ধরতে চেষ্টা করি। তবে সাপটি পানবতে নেমে যাওয়ার জীবিত ধরতে না পেরে পানিতেই পিটিয়ে মারা হয়। 

প্রত্যক্ষদর্শী ওয়ার্ড বিজেপি নেতা রাজাপুরের ৩নং ওয়ার্ডের বার বার পরাজিত মেম্বার প্রার্থী কাদের ফকির বলেন, সোহাগরা কজন হোগল তুলতে গিয়ে সাপ দেখে চিৎকার করলে আমরা সাপটি ধরতে চেষ্টা করি, পরে সাপটি পাতাবনের পাসের খালে নেমে গেলে আমরা জীবিত আটকের চেষ্টা করে ব্যর্থ হই। পরে পানিতে পিটিয়ে সাপটি মেরে ফেলি। 

তবে স্থানীয়দের ধারনা লোকালয়ের এই পাতাবনে এই প্রজাতির আরো সাপ থাকতে পারে। তাদের দাবি রিসকিউ টিমের লোকজন এসে রাজাপুরের ৩ নং ওয়ার্ডের চর মোহাম্মদআলী লোকালয়ের এই ছোট পাতাবনটি পরিদর্শন করে সাপের আতঙ্ক থেকে মুক্তি করা হোক। এদিকে লোকালয়ে বিষাক্ত সাপ রাসেলস ভাইপারের দেখা মিলায় ঐ এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

এ বিষয়ে রাজাপুরের জনতার চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী বলেন, জেলেরা রাসেলস ভাইপার মেরে আমাকে জানিয়েছে। 

তবে আতঙ্কিত না হয়ে এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। এখন বর্ষা মৌসুম চলমান রয়েছে আমি আমার ইউনিয়নের বাসিন্দাদের বলেছি প্রতিটি নিম্নাঞ্চলের ঘরের মেঝেতে বা চৌকি খাটের নিচে কার্বোলিক এসিড রাখুন, অথবা ব্লিসিন পাউডার ছিটিয়ে রাখুন। সাপের আতঙ্ক নয় সতর্ক থাকুন। 

এআর

Link copied!