ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

  • জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৫, ২০২৪, ১১:৪৬ এএম
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে মো. রাজু মিয়া (২৭) নামে এক তরুণ নিহত হয়েছে। শুক্রবার (৫ জুলাই) রাতে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে এ ঘটনাটি ঘটে।

নিহত ওই তরুণ উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়ালী মালধরিয়াপাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে৷ 

বিষয়টি নিশ্চিত করেন বড় পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন।

তিনি স্থানীয়দের বরাতে জানান, রাজু চোরাকারবারের জন্য রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। তার লাশ এখনও ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়াল পুকুর থানার তিনগাও বিএসএফ ১৫২ ব্যাটালিয়ন ক্যাম্পে আছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে লাশের বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। এবিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

এমএস

Link copied!