কুবিতে পুলিশের হামলায় একজন নিহতের তথ্য সঠিক নয় 

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ০৯:৩১ পিএম
কুবিতে পুলিশের হামলায় একজন নিহতের তথ্য সঠিক নয় 

কুমিল্লা: পুলিশের সংঘর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এই বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে নিহতের ঘটনাটি মিথ্যা ও ভুয়া বলে জানান কুবি কর্তৃপক্ষ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সোস্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে, কোটা আন্দোলনরত শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছে। 

এ জাতীয় সংবাদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জানা নেই। প্রচারিত সংবাদটি ভিত্তিহীন ও গুজব। এ জাতীয় গুজব রটানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

এআর

Link copied!