মায়ের কোলের পরিবর্তে নবজাতকের ঠাঁই হলো ময়লার স্তুপে

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১২, ২০২৪, ০৩:২৩ পিএম
মায়ের কোলের পরিবর্তে নবজাতকের ঠাঁই হলো ময়লার স্তুপে

বরগুনা: কদিনি বা বয়স হবে শিশুটির। কিন্তু এরিমধ্যে পৃথিবীর চরম নিষ্ঠুরতা আর অবহেলা দেখতে হলো তাকে। মায়ের উষ্ণ আলিঙ্গনের পরিবর্তে তার ঠাঁই হয়েছে হাসপাতালের পরিত্যক্ত জায়গায়।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় বরগুনা জেনারেল হাসপাতালের রান্না ঘরের পাশে একটি পরিত্যাক্ত জায়গায় ঢেকে রাখা নারিকেল গাছের পাতার নিচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। রান্না ঘরে কাজ করার সময় কান্নার আওয়াজ পেয়ে কোহিনূর বেগম নামে এক নারী শিশুটিকে উদ্ধার করেন। নবজাতকটির গায়ে লেপ্টে ছিলো পিপড়া।

উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালের হাসপাতালের শেখ রাসেল স্কানু ওয়ার্ডে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। বাচ্চটিকে দেখাশোনার জন্য একজন নার্সকে দায়িত্ব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তারা আগে দেখবেন নবজাতকটির পরিচিত কেউ অথবা তার পিতা-মাতা আসছেন কিনা। যদি না আসে তাহলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কাউকে শিশুটির পরবর্তী ভবিষ্যৎ জীবনের দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।

ইএ/আইএ

Link copied!