দীর্ঘদিন ধরে এক স্টেশনে থাকার কোনো অবকাশ নেই, চিকিৎকদের স্বাস্থ্যমন্ত্রী

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৮:২১ পিএম
দীর্ঘদিন ধরে এক স্টেশনে থাকার কোনো অবকাশ নেই, চিকিৎকদের স্বাস্থ্যমন্ত্রী

ঠাকুরগাঁও: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, হাসপাতালটি পরিদর্শন করে মনে হয়েছে শয্যা সংকটে ভুগছে।

আমি কথা কম এবং কাজ বেশি করে থাকি। তাই ঠাঁকুরগাও জেনারেল হাসপাতালকে আড়াইশো থেকে দ্রুত ৫শ শয্যায় উন্নত করা হবে। মন্ত্রণালয় একটি তালিকা তৈরি করছে সারাদেশে হাসপাতাল গুলোতে চিকিৎসক হিসেবে যারা দীর্ঘদিন ধরে রয়েছে।

কে কোন পর্যায়ে চিকিৎসক হিসেবে থাকবে তা নির্ধারণ করা হচ্ছে। যার যেখানে থাকার কথা তাকে সেখানে বদলি করা হবে। দীর্ঘদিন ধরে এক স্টেশনে থাকার কোনো অবকাশ নেই।

এছাড়া তিনি আরো বলেন, হাসপাতালে সেবা নিতে এসে কোন রোগী যেন অবহেলার শিকার না হয়। সেদিকে খেয়াল রাখতে পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। এর ব্যাত্যয় ঘটলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আজ বিকেলে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শনকালে এমন মন্তব্য করেন। এ সময় ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এআর

Link copied!