নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার পাঁচ

  • নড়াইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ০৫:০৩ পিএম
নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার পাঁচ

ঢাকা: নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) গভীররাতে সদর উপজেলার কমলাপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় টহল পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির নানা ধরনের সরঞ্জমা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইলের নড়াগাতি থানার মো. মুরাদ মোল্যা (২৮), খুলনার কয়রা থানার চরমুখা গ্রামের মো. আব্দুর রউফ (৪০), ভোলা সদরের হনি কোরলিয়া গ্রামের মো. সবুজ (৫৬), খুলনার খালিশপুরের মো. শুভ (২৪), এবং বরিশালের বাকেরগঞ্জ থানার কলশকাঠি গ্রামের মো. আবু সাঈদ মোল্যা (২৫)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে কমলাপুর কুন্ডুপাড়া এলাকায় শ্যামা কুন্ডুর বাড়ি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি ডাকাত দল। এসময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল নিয়ে ডাকাত দলের দুইজন পালিয়ে যায়। 

পরে ডাকাতির কাজে ব্যবহৃত নানা ধরনের সরঞ্জাম ও একটি মোটরসাইকেলসহ ওই দলের ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করে। 

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়। পরে আজ দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এআর

Link copied!