নড়াইল: নড়াইলের কালিয়ায় সাপের কামড়ে প্রাণ গেছে আমেনা খাতুন (১৩) নামের এক স্কুলছাত্রীর। সোমবার (২৯ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা গ্রামে আমেনাকে সাপে কাটে।
আমেনা খাতুন উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের জাকির শেখের মেয়ে। তিনি কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।
আমেনার পরিবার জানায়, রাত ১টার দিকে বসতঘরের খাটের ওপর থেকে একটি সাপ আমেনাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন টের পেয়ে সাপের বিষ নামানোর জন্য উপজেলার বাবুপুর গ্রামের মোকসেদ কেরানির ছেলে নাজমুল ওঝার কাছে নিয়ে যান। এ সময় তিনি কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। পরে রাত ৩টার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার চিকিৎসা শুরু হয়। পরে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সংযুক্তা রায় জানান, সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আইএ
আপনার মতামত লিখুন :