লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের বিক্ষোভ, আটক ১ 

  • লক্ষ্মীপুর প্রতিনিধি:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪, ০৯:২১ পিএম
লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের বিক্ষোভ, আটক ১ 

লক্ষ্মীপুর: সড়ক অবরোধ করে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এতে ঢাকা-রায়পুর সড়কে অবস্থান নিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। এসময় এক কলেজ ছাত্রকে আটক করে পুলিশ। 

সোমবার (২৯ জুলাই) বিকেলে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে শহরের ঝুমুর ও মাদাম ব্রীজ এলাকায় ঘণ্টাব্যাপি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা।

এসময় নানা স্লোগানে মুখরিত থাকতে দেখা গেছে আন্দোলনকারীদের। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। 

বিক্ষোভের সময় নাফিস আহম্মদ ইকরাম নামে লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেনীর এক ছাত্রের ব্যাগ তল্লাশি করে হাতুড়িসহ তাকে আটক করে পুলিশ। এদিকে নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। 

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, কোটা আন্দোলন কারীরা সড়ক অবরোধ করেছিলো, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ইকরাম নামে এক ছাত্রের ব্যাগে হাতুড়ি পাওয়ায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এআর

Link copied!