সিরাজগঞ্জে থানায় হামলা, ১৩ পুলিশ সদস্য নিহত

  • সিরাজগঞ্জ প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০৬:৫৯ পিএম
সিরাজগঞ্জে থানায় হামলা, ১৩ পুলিশ সদস্য নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা হয়েছে। এতে থানার ১৩ পুলিশ নিহত হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করা হয়েছে। 

রোববার (৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ সদর দপ্তর এবং রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইডি বিজয় বসাক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়, সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

এদিকে সরকার পতনের এক দফা অন্দোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জে ২০জনসহ সারাদেশে ৬১ জন নিহতের খবর পাওয়া গেছে। সোনালীনিউজের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী রোববার (৪ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঢাকায় ৪, নরসিংদী ৬, লক্ষ্মীপুরে ৪, পাবনায় ৩, সিলেটে ২, মুন্সিগঞ্জে ২, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ ২০ জন, মাগুরায় ১, রংপুরে আওয়ামী লীগের এক কাউন্সিলরসহ ৪ জন, ফেনীতে ৭, বগুড়ায় ২, কুমিল্লায় ২, কিশোরগঞ্জে ১  জন, সাভারে ১, জয়পুরহাটে ১ ও বরিশালে এক আওয়ামী লীগ নেতা নিহতের খবর পাওয়া গেছে। 

এসব এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ কয়েকশ মানুষ আহত হয়েছেন। 

আইএ

Link copied!