‘আমরা ৭১ এর স্বাধীনতার স্বাদ পাই নাই, ২৪ এর স্বাধীনতার স্বাদ পেয়েছি’

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ০৩:৪৮ পিএম
‘আমরা ৭১ এর স্বাধীনতার স্বাদ পাই নাই, ২৪ এর স্বাধীনতার স্বাদ পেয়েছি’

কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অনার্স প্রথম বর্ষ ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহমুদা ইমা বলেন, আমরা ৭১ এর স্বাধীনতার স্বাদ পাই নাই, তবে ২৪ এর স্বাধীনতার স্বাদ পেয়েছি। এই দিনের কথা আজীবন মনে থাকবে। বিজয়োল্লাস করতে এসেছি। 

তিনি বলেন, এই সরকার ছিল একটা স্বৈরাচারী সরকার। এই সরকারের আমলে মানুষ বাক স্বাধীনতা হারিয়েছে, এক প্রকার আমরা গত ১৫ বছর ধরে পরাধীন ছিলাম। আজ আমাদের বিজয়ের দিন। স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। তাই আমরা বিজয় মিছিল করতে এসেছি। 

তিনি আরও বলেন, স্বৈরাচারী ক্ষমতাবলে যারা লুটপাট অরাজকতা করেছেন তাদের বিরুদ্ধে  লড়াই করতে গিয়ে আমার যে ভাই বোন শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের শান্তি কামনা করছি। এবং হত্যাকাণ্ডের দায়ে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে শাস্তির দাবী জানাচ্ছি।

উল্লেখ্য, গতকাল শেখ হাসিনার পদত্যাগ খবর পেয়ে কুমিল্লার বিভিন্ন প্রান্ত থেকে  মিছিল নিয়ে কান্দিরপাড়ে এসে জড়ো হয় হাজার হাজার জনগণ। তবে এদিন বিজয় উৎসবের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ভাংচুর ও আগুন দিয়েছে দুর্বিত্তরা। কুমিল্লার স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুসিক মেয়র ডা. তাহসিন বাহার এর বাসস্থানসহ, কুমিল্লায় পুলিশের বিভিন্ন টোলবক্স, থানা, মহানগর আওয়ামীলীগের কার্যালয়, কুমিল্লা ক্লাবসহ আরো বেশ কয়েকটি স্থাপনায় ভাংচুর ও আগুন দিয়েছে দুর্বিত্তরা। 

এমএস
 

Link copied!