ঢাকা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকা অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বৈধভাবে হলে উঠতে ইচ্ছুকদেরকে ফরম পূরণ করে জমা দিতে বলা হয়েছে।
রোববার (১১আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেয়া হয়।
নোটিশে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সব অনাবাসিক ছাত্রদের আগামী বুধবার (১৪ আগস্ট) বিকেল ৫টার মধ্যে নিজ দায়িত্বে হলের রেজিস্ট্রার খাতায় এন্ট্রি করে নিজ মালামালসহ রুম ফাঁকা করার জন্য নির্দেশ দেয়া হলো।
ওই সময়ের মধ্যে যদি কেউ রুম ফাঁকা না করলে, তার মালামালের দায়িত্ব হল কর্তৃপক্ষ বহন করবে না। একইসঙ্গে নোটিশে আরও বলা হয়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আবাসিক হতে ইচ্ছুক, তাদেরকে ১২ থেকে ১৪ আগস্টের মধ্যে আবেদন ফরম সংগ্রহ করে শনিবার (১৭ আগস্ট) হল অফিসে জমা দিতে বলা হলো।
হলের অবৈধ শিক্ষার্থীদের উচ্ছেদ এবং বৈধভাবে হলে সিট বণ্টনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন পাবিপ্রবি শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, আগে হলে সিট বন্টনে অনেক অনিয়ম ছিলো। যারা সিট পেতো তারা বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতির সমর্থক ছিলো। বর্তমানে প্রশাসনের নিয়মমাফিক হলের সিট বন্টনের সিদ্ধান্ত সময়োপযোগী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. আমিরুল ইসলাম বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর তিনটা নোটিশ এর আগে করেছি। বাস্তবায়ন কিছু কিছু হচ্ছিল। এর মধ্যে ঈদের ছুটি তারপর ছাত্র আন্দোলনে কার্যক্রমে ভাটা পড়ে। এখন আবার নতুন করে নোটিশ দিয়েছি। আশা করছি এবার হলের সুষ্ঠ পরিবেশ ফিরে আসবে।
এআর
আপনার মতামত লিখুন :