নড়াইল: ভারতের কলকাতায় ডা. মৌমিতা দেবনাথ ও বাংলাদেশের কুমিল্লায় সোহাগী জাহান তনুসহ সকল ধর্ষণ ও হত্যার বিচার এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে মানববন্ধন করেছে নড়াইলের শিক্ষার্থীরা।
শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের রুপগঞ্জ এলাকায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া নড়াইলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন অভীক চক্রবর্তী, নুসরাত জাহান, শারমীন, জয় সমাদ্দার, আব্দুল্লাহ নূর প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, নারীরা কোথাও নিরাপদ না। এখন পর্যন্ত বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলোতে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি কোনো সরকার। ধর্ষণ হওয়ার পরও দৃষ্টান্তমূলক শাস্তি কোনো ধর্ষক পায়নি। আমরা নারীদের নিরাপত্তা ও ধর্ষকের মৃত্যুদণ্ড চাই।
এআর
আপনার মতামত লিখুন :