কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

  • কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০১:০৫ পিএম
কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

মৌলভীবাজার : টানা ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীর প্রতিরক্ষা বাঁধের কমলগঞ্জ পৌরসভা, রহিমপুর, কমলগঞ্জ সদর ইউনিয়ন, আদমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের প্রায়ই ১০টি স্থান অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পানি বাড়তে থাকলে এসব স্থান দিয়ে যেকোনো সময় বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কমলগঞ্জ-আদমপুর আঞ্চলিক সড়কের ঘোড়ামারা ও ভানুবিল এলাকা পানিতে তলিয়ে গেছে। এছাড়া কমলগঞ্জ পৌরসভার খুশালপুর, শ্রীনাথপুর, আলীনগর ইউনিয়নের যুগীবিল, মঙ্গলপুর, বারামপুর, জালালীয়া, কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও, বনগাঁও, চৈতন্যগঞ্জ সহ প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে চারিদিক থৈথৈ করছে। বানের জলে বিভিন্ন গ্রামে পুকুর ও ফিসারির মাছ ভেসে গেছে। পানিতে তলিয়ে গেছে ফসলী জমি।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী সাকিব আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘ধলাই নদীর পানি দুপুর ১২টায় বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর কয়েকটি বাঁধ ঝুঁকিতে রয়েছে, তাই বৃষ্টি অব্যাহত থাকলে পানি বেড়ে বন্যার শঙ্কা রয়েছে।’

এমটিআই

Link copied!