ময়মনসিংহ: নান্দাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শরিফুল হক মঈন (২৮) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে মুশুল্লী ইউনিয়নের পালহার বালুয়াকান্দা গ্রামের ঈদগাহ মাঠে জানাযা’র নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত সোমবার দিবাগত রাতে নরসিংদীর মাধবদী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। শরিফুল হক মঈন পালাহার বালুয়াকান্দা গ্রামের হাবিবুর রহমানের পুত্র।
শরিফুল হক মঈন উপজেলার মুশুল্লী ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি অন্তস্বত্তা স্ত্রী ও এক কন্যা সন্তানসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। শরিফুল হক মঈন বিএনপি সহযোগী সংগঠনের একনিষ্ট কর্মী ছিলেন।
মরহুমের জানাযা’র নামাজ পূর্বে তার স্মরণে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ইয়াসের খান চৌধুরীর পক্ষে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা ছাত্রদল নেতা শাকিল মাহমুদ।
এসময় উপজেলা বিএনপি নেতা মনিরুজ্জামান লিটন, নাজমুল হাসান ভূইয়া, রফিকুল ইসলাম রফিক, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ মাস্টার, সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের মুসুল্লী উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ।
এআর
আপনার মতামত লিখুন :