বৈরী আবহাওয়াতেও স্বাভাবিক কর্মে ফিরেছেন গাজীপুরে পোশাক শ্রমিকরা 

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৪:০৩ পিএম
বৈরী আবহাওয়াতেও স্বাভাবিক কর্মে ফিরেছেন গাজীপুরে পোশাক শ্রমিকরা 

গাজীপুর: দেশের বিভিন্ন শিল্পাঞ্চলগুলোতে গত কয়েক দিন ধরে বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এর ফলে শ্রমিকদের আন্দোলনের মুখে পড়ে অনেক শিল্প প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। 

এ অবস্থা থেকে কারখানার নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ কারখানার মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়ে পড়েন।

তবে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বন্ধ থাকাসহ সকল তৈরি পোশাক শিল্প কারখানা গুলো খুলেছে। সকাল ৮ টায় অফিস টাইম হলেও সকাল সাড়ে ৭ টা থেকেই বৈরী আবহাওয়ার মধ্যেও গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানার হাজার-হাজার শ্রমিকরা তাদের স্ব-স্ব কারখানার স্বাভাবিক কর্মে ফিরেছেন বলে জানিয়েছেন বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ।

 

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারওয়ার আলম জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত কিছু কারখানায় শ্রমিক আন্দোলন ও নিরাপত্তার স্বার্থে বন্ধ ছিলো। তবে আজ শনিবার সকাল থেকেই গাজীপুর শিল্পাঞ্চলের সব তৈরি পোশাক শিল্প কারখানা খুলেছে। তিনি আরও বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত কোন এলাকায় শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। বৃষ্টি উপেক্ষা করে বৈরী আবহাওয়াতেও পোশাক শ্রমিকরা স্ব-স্ব কারখানায় স্বাভাবিক কর্মে ফিরেছেন। 

গাজীপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ের তথ্যমতে, গাজীপুর জেলা জুড়ে বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিক কাজ করেন প্রায় ২২ লাখ। জেলায় মোট নিবন্ধিত কারখানা রয়েছে ২ হাজার ৬৩৩ টি এবং অনিবন্ধিত কারখানা রয়েছে ৪০০/৫০০ টি। 

অপর দিকে বিজিএমইএ এক সূত্রে জানা গেছে, গাজীপুরের পাশে সাভার শিল্পাঞ্চলে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায়। এ শিল্পাঞ্চলে কোন এলাকায় কারখানার বাহিরে শ্রমিক বিক্ষোভ দেখা যায়নি। 

তবে আশুলিয়া অঞ্চলের কিছু এলাকায় কারখানার ভিতরে পোশাক শ্রমিকরা কর্মবিরতি ও হট্টগোল করেন। পরে নিরাপত্তার স্বার্থে এখানে বেশ কিছু কারাখানা বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কারখানার কর্তৃপক্ষ।

এসএস

Link copied!