ডিজির পদত্যাগের দাবিতে গাজীপুরের তাজউদ্দীন মেডিকেলের নার্সদের বিক্ষোভ

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৪:১৬ পিএম
ডিজির পদত্যাগের দাবিতে গাজীপুরের তাজউদ্দীন মেডিকেলের নার্সদের বিক্ষোভ

গাজীপুর: স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে চার শতাধিক নার্সরা বিক্ষোভ করেছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে গাজীপুর নার্সিং সংস্কার পরিষদ।

এসময় তারা জানান, তাদের অধিদপ্তরের টপ টু বটম পর্যন্ত যত কর্মকর্তা রয়েছে সবাই কোন না কোন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে।এর মধ্যে অভিযুক্ত ডিজি মহোদয় অন্যতম। আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছি আর সহ্য করবনা।

শিক্ষার্থীরা আরও জানান, নার্সিং অধিদপ্তরের প্রশাসনিক পদগুলোতে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে হবে। দীর্ঘদিন ধরে নার্সরা প্রশাসনিক বৈষম্যের শিকার হয়ে আসছেন, তাই এবার এসবের বিরুদ্ধে তারা কঠোর কর্মসূচি নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এসএস

Link copied!