নীলফামারীতে সাবেক দুই এমপি সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

  • নীলফামারী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৭:৪৯ পিএম
নীলফামারীতে সাবেক দুই এমপি সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

নীলফামারী: নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ও নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল সহ ৭৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও তিনশ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। হত্যার চেষ্টার অভিযোগ এনে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডিমলা আমলী আদালতে মামলাটি দায়ের করেন জেলার ডিমলা উপজেলার কুটির ডাঙ্গা এলাকার মৃত কছির উদ্দিন এর ছেলে আনিসুর রহমান।

আদালতের বিজ্ঞ বিচারক আশিকুর রহমান মামলাটি এফ আই আর হিসেবে গন্য করে ডিমলা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সাল থেকে আসামিরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। নীলফামারী- ১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের মদদে সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। আসামিরা মামলার বাদী আনিছুর রহমানের কাছে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী করেন। এতো দিন আসামিদের অনেক অন্যায় অত্যাচারও নীরবে সহ্য করেছে। তাদের দাপটে কেউ মামলা করতে সাহস পায়নি। সর্বশেষ ২০২৪ সালের ৪ আগস্ট আসামিরা চাঁদাবাজি করতে গেলে বাদী আনিছুর রহমান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারপিট ও হত্যার চেষ্টা করা হয়। 

বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এসএস

Link copied!