‘আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবে না জামায়াত’

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৪:৩০ পিএম
‘আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবে না জামায়াত’

পাবনা: ‘বাংলাদেশ জামায়াত ইসলামী একটি ইসলামী কল্যাণমুখী, দুর্নীতি ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে কাজ করতে চায়।  জামায়াত আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবে না। ’ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াত ইসলামীর পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ।  দীর্ঘ ১৭ বছর পর পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জেলা জামায়াত।

জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় মতবিনিময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, সহযোগী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, মিডিয়া সেক্রেটারি আব্দুল লতিফ, অফিস সেক্রেটারী এস এম সোহেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পাবনা সদর পৌর জামায়াতের আমির অধ্যাপক রকিব উদ্দীন, নায়েবে আমির জাকারিয়া হোসেন, সেক্রেটারি জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরামুল হক, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।

সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল বলেন, আগামী নির্বাচনে অংশ নিতে জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত।  ইসলামী কল্যাণমুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান তারা। 

এসএস

Link copied!