সিলেটে বজ্রপাতে দুইজনের মৃত্যু

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৪:১৬ পিএম
সিলেটে বজ্রপাতে দুইজনের মৃত্যু

সিলেট: সিলেটে বজ্রপাতে এক কলেজছাত্র ও এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে তাদের মৃত্যু হয়।

জানা যায়, সিলেটের বিশ্বনাথে উপজেলার রোববার ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রেদওয়ান আহমদ (২২) নামের এক কলেজছাত্র মারা যান। সে উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামের ওলিউর রহমানের ছেলে। রেদওয়ান সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী ছিলো। এসময় বজ্রপাতে নিহতের সঙ্গে থাকা তার ছোট ভাই সুফিয়ান আহত হয়েছেন।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, বজ্রপাতে যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

এদিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মাসুক আহমেদ (৪১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার(২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের কনু মিয়ার ছেলে।

স্বজনরা জানান, আজ রোববার সকালে মাসুক বাড়ির পাশের হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। সেখানে বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিবার চাচ্ছে বিনা-তদন্তে লাশ দাফন সম্পূর্ণ করতে, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি। আইননুসারে পরবর্তী কার্যক্রম চলমান।

এসএস

Link copied!