খুলনা শ্রম পরিচালক মিজানুরকে অপসারণের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন

  • খুলনা ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৫:২৯ পিএম
খুলনা শ্রম পরিচালক মিজানুরকে অপসারণের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন

খুলনা: বেশ কয়েকটি দাবি নিয়ে শ্রম অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে খুলনায় পাটকলের শ্রমিকেরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে বন্ধ সকল রাষ্ট্রীয় পাটকল রাষ্ট্রীয় ভাবে উৎপাদন চালু করার দাবিতে খুলনার নয়টি পাটকলের শ্রমিকেরা শ্রম অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেন খুলনা যশোর আনঞ্চলিক কারখানা কমিটি। 

এ সময় শ্রমিকরা দুর্নীতিবাজ ঘুষখোর শ্রম পরিচালক মিজানুর রহমান কে অপসারণ করে বিজিএমসি এবং পাট মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি করেন।

তারা বলেন, নোটিশ-পে বাবদ ২ মাস, ৮ সপ্তাহের বেসিকের সমান প্রাপ্য মজুরী প্রদান করতে হবে। বোনাসের পরিবর্তে প্রদেয় এগ্রোশিয়া (নিদৃষ্ট কর্ম ঘন্টার উপর ভিক্তি করে) করোনা কালীন সময়ে সরকার কর্তৃক প্রদত্ত সুবিদাধী নিশ্চিত করতে হবে।  ২০২০ সালের নতুন দুইটি উৎসব বোনাসের টাকা পরিশোধ করতে হবে। 

এ বিষয়ে খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান বলেন, আমার বিরুদ্ধে যে সব অভিযোগ এনে অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।  আমাকে নিয়ে একটি কুচক্রী মহল এসব বানোয়াট কথা বলছে। শ্রম অধিদপ্তর শ্রমিকদের নিয়ে কাজ করে। তাই আমিও শ্রমিকদের নিয়ে কাজ করি। যতদিন চাকরি আছে ততদিন শ্রমিকদের হয়েই কাজ করব।

এসএস

Link copied!