২৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ১০:৪১ এএম
২৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

ছবি : সংগৃহীত

কুমিল্লা: সীমান্তে বাংলাদেশি নাগরিক কামাল হোসেনকে (৩৩) গুলি করে হত্যার ২৬ ঘণ্টা পর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত নয়টায় বিজিবি ও বিএসএফ’র উপস্থিতিতে ভারতের পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে নিহত কামালের মরদেহ হস্তান্তর করে।

এর আগে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে গেলে ভারতীয় বিএসএফ তাকে গুলি করে। এতে সে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

কামালের মরদেহ দেখে বড় ভাই হিরণ মিয়া বলেন, আমার ভাই ঘুমিয়ে ছিল। লাদেন বাড়িতে এসে কামালকে দুইবার করে ডেকে নিয়ে যায়। রাত ৮টার দিকে শুনি আমার ভাইকে বিএসএফ গুলি করে মেরে ফেলেছে। আমার ভাই অন্যায় করলে পুলিশে দিতে পারত। কিন্তু এইভাবে তো মারতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

নিহতের ফুফাতো বোন খোরশেদা বলেন, আমার ভাইকে যারা সীমান্তে নিয়েছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই দিলীপ কুমার মজুমদার বলেন, লাশ আমরা গ্রহণ করে পরিবারের নিকট হস্তান্তর করেছি।

কুমিল্লার ১০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সিইউ মেজর আরাফাত বলেন, পুলিশ মরদেহ গ্রহণ করেছে। বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। পরবর্তীতে এমন ঘটনা ঘটবে না। যদি ঘটে, আমরা বিজিবি সমীচীন জবাব দিতে প্রস্তুত আছি।

এসআই

Link copied!