হিলি সীমান্তে ভারতীয় খাবার, কসমেটিক ও শাড়িসহ যুবক আটক

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৫:৪৯ পিএম
হিলি সীমান্তে ভারতীয় খাবার, কসমেটিক ও শাড়িসহ যুবক আটক

দিনাজপুর: দিনাজপুরে হিলি সীমান্তে ভারতীয় খাবার, কসমেটিক ও শাড়িসহ একজনকে সাব্বির আল মাসুম (২৮) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি ২০ ব্যাটালিয়ন। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সীমান্ত পিলার ২৮৫/১১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি আইসিপি গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাব্বির উপজেলার নওপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত পিলার ২৮৫/১১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি আইসিপি গেইট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় সাব্বিরকে আটক করে তার কাছ থেকে ৭ প্রকারের ভারতীয় খাবার, ১৬ প্রকারের ভারতীয় কসমেটিক, একটি শাড়ি, একটি স্মার্টফোন, দুটি বাংলাদেশি সিম কার্ড, একটি মেমোরি কার্ড জব্দ করা হয়। জব্দকৃত পন্যের আনুমানিক মূল্য ৪৫ হাজার ৫৫০ টাকা।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ নেওয়াজ বলেন, মঙ্গলবার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে সাব্বির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন প্রকার ভারতীয় খাবার কসমেটিকস ও শাড়ি জব্দ করা হয়। ধৃত আসামীকে উদ্ধারকৃত মালামালসহ হাকিমপুর থানায় মামলা 
দায়েরের হস্তান্তর করা হয়েছে।

এসএস

Link copied!