দিনাজপুর: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উদযাপন নির্বিঘ্ন করতে দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরের পূজা মন্ডপগুলোতে অন্যান্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরাও দায়িত্বে রয়েছেন।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: নাহিদ নেওয়াজ বলেন, আজ বুধবার (৯ অক্টোবর) থেকে ১৩ অক্টোবর পর্যন্ত শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে হিলি হাকিমপুর সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজা মন্ডপসমূহের নিরাপত্তা রক্ষার্থে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা বিওপি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার পূজা মন্ডপসমূহের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এছাড়া তারা টহল পরিচালনাসহ পূজা মন্ডপ কমিটির সাথে যোগাযোগ সমন্বয় করে কাজ করছেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সুজন মিয়া বলেন, উপজেলার ২১টি পূজা মন্ডপে মঙ্গলবার থেকে পুলিশের পাশাপাশি আনসার- ভিডিপি সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। কোথাও কোন সমস্যা নাই। হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছে। আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, এবার উপজেলায় ২১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের মানুষজন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পূজা উদযাপন করছে। আমরা পূজা কমিটির সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছি। পর্যাপ্ত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এসএস
আপনার মতামত লিখুন :