পর্যটকদের পাশে কুয়াকাটা পৌর বিএনপি

  • কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০১:৪২ পিএম
পর্যটকদের পাশে কুয়াকাটা পৌর বিএনপি

পটুয়াখালী: শারদীয় দুর্গাপূজা আর সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকের মিলনমেলা বসেছে। এই আনন্দে আগত পর্যটকদের হাতে সুপেয় পানি ও বাচ্চাদের হাতে চকলেট তুলে দিয়েছেন কুয়াকাটা পৌর বিএনপির নেতাকর্মীরা। 

রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কুয়াকাটা টুরিস্ট পুলিশ বক্স সংলগ্ন পাঁচ শতাধিক পর্যটকদের মাঝে এই উপহার তুলে দেন। 

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার আনছার উদ্দিন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল ভুইয়া, আলাউদ্দিন ঘরামি, পৌর যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক মীর, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আবু বকর ছিদ্দিক, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার শেখ প্রমূখ।

ঢাকা থেকে আসা ইয়ামিন বলেন, আজকে সকালে পরিবার নিয়ে কুয়াকাটা এসেছি, বীচে নামার পথেই দেখলাম পানি বিতরণ চলছে, এটা আসলেই ভালো উদ্যোগ। এই তপ্ত গরমে তাদের পানি বিতরণকে স্বাগত জানাই।

কুয়াকাটা পৌর বিএনপি সভাপতি আঃ আজিজ মুসুল্লি জানান, পানির অপর নাম জীবন। পর্যটকদের জন্য এই সুপেয় পানি উপহার হিসেবে পৌঁছে দিয়েছি। আগামী দিনগুলোতে আমাদের সাংগঠনিক কাজগুলোর মধ্যে পর্যটকদের সেবা মূলক কাজ অব্যাহত রাখবো।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক জানান, কুয়াকাটায় আগত পর্যটকদের পাশে আমরা পৌর বিএনপি এবং পৌর যুবদল সর্বদা আছি। তারই ধারাবাহিকতায় আজকের এই পানি বিতরণ কর্মসূচি আমরা চালু করেছি ।কুয়াকাটায় পর্যটকদের সুবিধার্থে এমন আরও উদ্যোগ আমরা হাতে নিবো।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের মাঝে পৌর বিএনপির পানি বিতরণ এটি একটি মহৎ কাজ। তাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতা করেছি। পাশাপাশি ভবিষ্যতেও এমন কার্যক্রমের সাথে আমরা তাদের পাশে থাকবো।

এসএস

Link copied!